টাইটানিক ধ্বংসের আসল কারণ জানালেন ম্যালোনি

পপুলার২৪নিউজ ডেস্ক:
একশো বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ নিয়ে ফের জল্পনা উঠেছে। জাহাজ ধ্বংসের কারণ নিয়ে উঠে এসেছে নতুন তথ্য।

সম্প্রতি আইরিশ সাংবাদিক ম্যালোনি জানিয়েছেন, কোনো হিমশৈল নয়, আগুনের কারণে টাইটানিকের ধ্বংস হয়েছে।

গত ৩০ বছর ধরে তিনি টাইটানিকের উপর গবেষণা চালাচ্ছেন। গবেষণা শেষে এমন তথ্য দিয়েছেন ম্যালোনি। ‘টাইটানিক: দ্য নিউ এভিডেন্স’ নামে একটি তথ্যচিত্রে গোটা বিষয়টি তুলে ধরেছেন ওই সাংবাদিক।

ম্যালোনি জানান, হিমশৈলটি ধাক্কা মারার ফলে টাইটানিকের কোনো ক্ষতিই হয়নি। আগুনের কারণেই জাহাজটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল।

১৯১২ সালে বেলফাস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিম্নবর্তী অংশে যে আগুন জ্বলছিল, সেই আগুনই জাহাজের খোলটিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়।

চারদিন পরে সেই আগুন নেভানো হয়। আগুনের তাপমাত্রা ছিল প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস। যা জাহাজের খোলটিকে ভঙ্গুর করে দিয়েছিল। ফলত ওই হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় জাহাজটি। না হলে ওই হিমশৈলটির ধাক্কায় জাহাজটি ভেঙে যেত না।

পূর্ববর্তী নিবন্ধসারফেস প্রো ৫ আনছে মাইক্রোসফট
পরবর্তী নিবন্ধবিদেশি টিভি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা