ঝালকাঠিতে ইজিবাইক- মাইক্রোবাসকে ট্রাকের চাপা, নিহত ১৪

জেলা প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় গাবখান ব্রিজের কাছে একটি ট্রাক তিনটি ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে চাপা দিলে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এই তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, বুধবার বেলা ২টার দিকে ঝালকাঠির শহরতলীর গাবখান ব্রিজের টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে।

সেখানে ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এবং বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকের নীচে চাপা পড়ে ইজিবাইক ও প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সাত জন মারা যান। আর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও চার জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

এ ঘটনায় আহত কয়েকজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দু’জন।

তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক ফরহাদুল নিঝুম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে দুর্ঘটনার ব্যাপারে খোঁজ নিয়েছেন।

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ নারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধবৈরি আবহাওয়ায় ঢাকাগামী ৩ এয়ারলাইন্সের ৯ ফ্লাইট বাতিল