জয়পুরহাটে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধ’, আহত ৬

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় পুলিশ সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা সদরের বালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ মিলন ও রফিকুল নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রাতে বালিঘাটা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্ততি নিচ্ছিল- এমন গোপন সংবাদে পুলিশের একটি টহলদল অভিযানে যায়।

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষে মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ হয়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের সদস্য মিলন ও রফিকুলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় এএসআই হোসেন আলীসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধনবম ওয়েজবোর্ড শিগগির ঘোষণা করা হবে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইএসের আফগান প্রধান নিহত