আইএসের আফগান প্রধান নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত প্রধান আবদুল হাসিব নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির দফতর এ তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, ১০ দিন আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর নেতৃত্বাধীন অভিযানে হাসিব নিহত হন। খবর বিবিসির।

গত মার্চে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিব দায়ী বলে ধারণা করা হয়। ওই হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

এরপর গত মাসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও আফগান বিশেষ বাহিনীর অভিযানে হাসিব সম্ভবত নিহত হয়েছেন।

গত মাসেই মার্কিন সেনাবাহিনী নানগারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ ফেলে। এতে শতাধিক আইএস জঙ্গি নিহতের দাবি করা হয়।

২০১৫ সালে আইএস কথিত খোরাসান প্রদেশ ঘোষণা করে। আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে ডাকে। এরপর থেকে তারা অঞ্চলটিতে একাধিক হামলা চালায়।

এর মধ্যে গত বছরের জুলাইতে রাজধানী কাবুলে এক বিক্ষোভে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হয়।

এর তিন মাস পর নভেম্বরে কাবুলে আশুরার তাজিয়া মিছিলে ও মসজিদে একই ধরনের দুটি হামলায় ৬০ জনের বেশি মানুষ মারা যায়।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কাবুলের সুপ্রিম কোর্টে হামলার দায় স্বীকার করে আইএস, যে হামলায় ২২২ জন মানুষ প্রাণ হারান।

পূর্ববর্তী নিবন্ধজয়পুরহাটে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধ’, আহত ৬
পরবর্তী নিবন্ধফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ