জেলার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ মে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সারা দেশের জেলা কমিটির শীর্ষ পাঁচ নেতাদের নিয়ে আগামী ২০ মে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকটি গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সকল সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের আমন্ত্রণ জানানো হবে।
বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শেখ হাসিনা বলেন, ২০ মে জেলার শীর্ষ নেতাদের মধ্যে সরকারের উন্নয়নের তথ্যচিত্র, ভিডিও ফুটেজ সিডি আকারে বিতরণ করা হবে। সেগুলো সারা দেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপির আগুন সন্ত্রাস এবং বিএনপি মানেই যে আগুন ও মানুষ হত্যার দল সেগুলোর তথ্যচিত্রও হালনাগাদ করে তুলে ধরা হবে। ’

 

পূর্ববর্তী নিবন্ধটস হেরে ব্যাটিংয়ে কেকেআর
পরবর্তী নিবন্ধসিলেটের সাত নদীর উজানে ভারতের বাঁধ : বিরূপ প্রভাব প্রাণ ও পরিবেশে