জীবনে এক বিচিত্র ঈদ: শেখ লাবিব

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে নতুন জামা। ভাল রান্না। খুব বেশি মনে পড়ে। ঈদের সময় বাবার সাথে ঈদগাহে যেতাম। বরাবরই বাবার পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি একই ধরনের থাকতো।

যেখানে থাকতাম বাবার সাথে নিজ গ্রামের বাড়িতে নিজেদের ঈদগায় নামাজ পড়তাম। আমাদের গ্রাম। একখানা ছবি। গ্রাম বাংলার ঐতিহ্য বলতে যা কিছু আছে সবই আছে গ্রামটিতে।

জেলা গোপালগঞ্জ। উপজেলা কাশিয়ানী। ইউনিয়ন পারুলিয়া। গ্রামটির নাম পারুলিয়া।
উত্তর-দক্ষিণ লম্বা অবস্থিত। একটি উচ্চ বিদ্যালয়। একটি প্রাথমিক বিদ্যালয়। একটি মাদ্রাসা। একটি এতিমখানা। একটি পোস্ট অফিস । পাঁচটি মসজিদ। একটি বাজার। তিনটি কবরস্থান। তিনটি ঈদগা মাঠ।

আমার গ্রাম। আমার গ্রামে আমার পাড়া আমিরাবাদ পাড়া। পারুলিয়া গ্রামের রাজধানী।
এখানে অবস্থিত উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় পোস্ট অফিস বাজার কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় ঈদগা এবং কবরস্থান।

এই কেন্দ্রীয় ঈদগাহ প্রতিবছর নামাজ পড়তাম। ভালো লাগতো চেনা অচেনা অনেক মানুষ দেখতাম।

এবছর ঢাকায় এলাম। বাংলাদেশ নৌ বাহিনী কলেজে ভর্তি হলাম। ভাবলাম এ বছর ঈদের নামাজ আদায় করব বাবার সাথে বায়তুল মোকাররমে।

আশা নিরাশা হতাশা। করণা ভাইরাসের কারণে গৃহবন্দী। আমার ফেলে আসা মোকশেদপুর আইডিয়াল একাডেমী কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় এবং বর্তমান বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকার সকল বন্ধু-বান্ধবদের ঈদের শুভেচ্ছা জানাই। ঘরে বসেই ঈদ পালন করো। বাহিরে ঘোরাঘুরি বন্ধু রেখো। বেঁচে থাকলে আবারো ঈদের মাঠে যে ঈদের জামাতে নামাজ পড়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধবায়তুল মোকাররমে ৫ জামাত, জাতীয় ঈদগাহে নয়
পরবর্তী নিবন্ধএবার ঈদে আজম খানের ৮ নাটক