জামিন পেলেন ভূমিমন্ত্রীর ছেলেসহ ১২ জন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দোকান ও বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ভূমিমন্ত্রী শামসুর রহমানের ছেলে ও পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ১২ জনের জামিন হয়েছে। পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক আমলি আদালতের বিচারক রেজাউল করিম আজ মঙ্গলবার দুপুরে জামিনের আদেশ দেন।

পাবনা আদালতের পুলিশ পরিদর্শক শামসুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মজিদ মুঠোফোনে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মে ঈশ্বরদী শহরে ফুড জংশন ও লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার নামের দুটি দোকান এবং কলেজ রোডে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও শহীদ আমিনপাড়ায় আতিয়ার রহমান বিশ্বাসের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩৬ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। পুলিশ ওই রাতে ভূমিমন্ত্রীর বাড়ি থেকে তাঁর ছেলেকে এবং বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। এর দুই দিন পর ২০ মে থানায় মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও ফুড জংশনের মালিক শফিকুল আলম বাদী হয়ে আরও দুটি মামলা করেন যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মহাখালী শাখায় বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসৌদির চেয়ে ইরান-তুরস্কের খাবার ভালো