জমে উঠেছে মুকসসুদপুর পৌর নির্বাচন মেয়র পদে ৬ জনের মধ্যে ৫ জনই মিয়া


পপুলার২৪নউিজ প্রতিবেদক: জমে উঠেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভা নির্বাচন আর ৫দিন বাদে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থীরা প্রচার-প্রচারণা ব্যপক চালিয়ে যাচ্ছে। মুকমুদপুর পৌরসভা নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫জনই মিয়া পরিবারের সন্তান।
দীর্ঘ ১৭ বছর নির্বাচন হওয়ায় এ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও বইছে আনন্দের জোয়ার। চায়ের দোকানে এখন একটাই আলোচনা কে হবে আগামী পৌর পিতা? আসন্ন নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ৩টি মহিলা আসনে ১৩ জন এবং ৯টি কাউস্নিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যায়, মুকসুদপুর পৌরসভার বর্তমান মোট ভোটার ১৪,৯৩৭ জন। এদের মধ্যে ৭,৪৮৮ জন পুপুষ ও ৭,৪৪৯ জন মহিলা ভোটার। নয়টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৪৫টি। গত ৬ এপ্রিল প্রতীক বরাদ্দের পর হতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা । মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মিজানুর রহমান লিপু মিয়া। গোপীনাথপুর গ্রামের বাহার মিয়া শক্তিশালী প্রার্থী ছিলেন। কিন্তু বংশীয় দ্বন্দের কারণে তিনি কতটুকু সফল হবেন বলা যাচ্ছে না। তার আপন ভাতিজা বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। পৌরসভা নির্বাচনে সর্ব কনিষ্ঠ প্রার্থী মো. সাজ্জাদ হোসেন মিয়া জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তিনি ভালো ফল বয়ে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। বাহার মিয়া ও সাজ্জাদ মিয়া আপন চাচাতো ভাই বিধায় বেশ সংকটে আছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোবাইল ফোন প্রতীক পেয়েছেন কমলাপুর গ্রামের আহাজ্জাদ মোহসীন খিপু মিয়া, চামচ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন মুকসুদপুর কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মন্টু মৃধা, নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ঘাটি হিসাবে নৌকা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান মিয়ার অবস্থান অন্য সকলের চেয়ে ভাল। বিএনপি প্রার্থী মিজানুর রহমান লিপু মিয়া নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নিজ এলাকার বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভোটারদের গতি সামাল দিতেই অধিক সময় ব্যয় করছেন তিনি। পৌরসভার প্রথম নির্বাচনে তিনি দ্বিতীয় হয়েছিলেন। আসন্ন নির্বাচনে তিনি কতটুকু সফল হবেন এখনই তা অনুমান করা যাচ্ছে না। স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাদ মোহসীন খিপু মিয়া নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীক আতিকুর রহমান মিয়া এবং আহাজ্জাদ মোহসীন খিপু আপন চাচা-ভাতিজা বিধায় তাদের এলাকার ভোটাররা বেশ বেকায়দায় পড়েছেন। মিজানুর রহমান মন্টু তার নিজ কেন্দ্রের ফলাফল আশানুরুপ হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । উল্লেখ্য, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই সময়ে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন সাজ্জাদ করিম মন্টু বাসগাড়ী। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজানুর রহমান লিপু।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ভ্যান ও অটোবাইক অজ্ঞান পার্টি ছিনতাইকারী ২ সদস্য আটক
পরবর্তী নিবন্ধএফবিসিসিআই নির্বাচন শফিউল ইসলামের নেতৃত্বে ৩৬ সদস্যের প্যানেল ঘোষণা