জনসমক্ষে বাবার মতের বিরুদ্ধে যান না ইভাঙ্কা

পপুলার২৪ নিউজ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ইভাঙ্কা বলেন, প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় অকপটে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেও জনসমক্ষে কখনো দ্বিমত পোষণ করেন না তিনি। সূত্র: বিবিসি অনলাইন

ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘অনেক ক্ষেত্রে সামনাসামনি বিরুদ্ধে যাওয়া কঠিন। তবে অন্য সময় শান্তভাবে, সরাসরি ও অকপটে নিজের মতামত তুলে ধরা যায়। তাই আমার বাবা জানেন কোথায় আমি দ্বিমত পোষণ করব। আমি অকপটে তা জানিয়ে দিই। আর যখন একমত হই, তখন পূর্ণ সমর্থন দিই। আশা রাখি, ইতিবাচক একটি সিদ্ধান্তে প্রভাব রাখার ক্ষেত্রে আমি তাঁর একজন সম্পদ হতে পারি।’

ইভাঙ্কা ও তাঁর স্বামী জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘কুকর্মে সহযোগিতা’ করেন—সমালোচকদের এমন বক্তব্যের বিষয়েও কথা বলেন ট্রাম্প কন্যা। জ্যারেড কুশনার কয়েক মাস ধরেই ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

ইভাঙ্কা বলেন, ‘যদি সহযোগিতা করতে চাই, তবে যা মঙ্গলজনক ও ইতিবাচক প্রভাব রাখবে, এমন বিষয়ে সহযোগিতা করি। আমি জানি না, যাঁরা এখন আমার সমালোচনা করছেন, তাঁরা আমার অবস্থানে থাকলে কী করতেন। তাঁরা ব্যতিক্রমী কিছু করতেন বলে আমার মনে হয় না। তাই আমি একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে চাই। আমি জানি না, “কুকর্মের সহযোগিতা” বলতে কী বোঝানো হচ্ছে। তবে আপনারা জানেন, সময়ই বলে দেবে আমি ঠিক কাজটিই করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার বাবার প্রশাসন সফল হচ্ছে এবং ভবিষ্যতেও সফল থাকবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তাঁর বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তবে এ চাকরির জন্য ইভাঙ্কা কোনো বেতন গ্রহণ করবেন না।

পূর্ববর্তী নিবন্ধহোটেল ওয়েস্টিনে শুরু হল ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল জুয়েলারী ফেয়ার
পরবর্তী নিবন্ধদলের সাবেক সদস্যকে হত্যার কথা স্বীকার জেএমবি রাজীবের