ছাতকে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ আটক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলাপাড়া জায়েদ আহমদের বাড়ি থেকে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঝটিকা অভিযান চালিয়ে ৯শ’ ৪০বোতল ভারতীয় মদ আটক করেছে। জব্দকৃত ভারতীয় মদের বাজার মূল্য ১৪লাখ ১০হাজার টাকা। শনিবার রাতে দিঘলী-চাকলপাড়া এলাকায় ভারতীয় মদ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে র‍্যাব-৯ এর সহযোগিতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ আটক করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও বাসার মালিক জায়েদ আহমেদ (২৮) পালিয়ে যায়। সে উপজেলার দিঘলী চাকলপাড়া গ্রামের আব্দুল আমিনের পুত্র।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলী চাকলাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯শ’ ৪০বোতল মদ আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। সে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ২২(গ) ধারায় ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সিলেট সফরে সুনামগঞ্জ আ.লীগের নীরবতায় হতাশ তৃণমূল