ছাতকে হতদরিদ্র ১৩পরিবারকে বাড়ি ছাড়াব আল্টিমেটাম

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে সন্ত্রাসী কায়দায় ১৩টি হতদরিদ্র পরিবারের বসত-বাড়ি জবরদখল ও তাদেরকে ভিটে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। এসময় তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে একসপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়। ফলে ৮মে নিজেদের নিরাপত্তা ও ভিটে-বাড়ি রক্ষায় সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করা হয়। এতে অভিযোগ করা হয়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া ও ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী হোসনারা বেগম, মৃত আবদুল ওয়াদুদের মেয়ে জাহেরা বেগম, শুকুর আলীর স্ত্রী কমরুন নেছা, কলমধর আলীর স্ত্রী ছায়ারুন নেছা, মৃত রইছ আলীর পুত্র আফতাব আলী, কলমধর আলীর পুত্র আবদুল বারিক, মৃত তমিজ উদ্দিনের পুত্র হরমুজ আলী, আজিজুর রহমানের পুত্র তাজুল ইসলাম, মৃত নাজির আহমদের পুত্র আবদুর রহিম, মৃত দুদু মিয়ার পুত্র দিলোয়ার হোসেন, বাবুল মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগম, মৃত ইছত উল্লাহর স্ত্রী মালা বেগম ও মৃত আলা উদ্দিনের মেয়ে আজমান বেগমসহ ১৩টি পরিবার ৫০বছরের অধিককাল থেকে ছাতকের ৭১জেএলস্থিত ফকিরটিলা মৌজার ১/১নং খতিয়ানের (এসএ) ১২০নং দাগের সাড়ে ৪একর খাস খতিয়ানের ভূমিতে বসতবাড়ি নির্মান করে বসবাস করে আসছে। কিন্তু ৬মে স্থানীয় কুচবাড়ি গ্রামের মৃত মছকন্দর আলী পুত্র ছুরত আলী, মৃত আবদুল কুদ্দুছের পুত্র সামছুল হক, মৃত আশরাফ আলীর পুত্র আবদুস সামাদ, মৃত আবদুল আহাদের পুত্র মাসুক মিয়া, মৃত আবদুর রহিমের পুত্র নূর হোসেন ও কুমারদানী গ্রামের কুটি মিয়ার পত্র রোপন মিয়াসহ অনেকে বংশানুক্রমে তাদের ভোগদখলিয় ভূমি থেকে উচ্ছেদের জন্যে এক সপ্তাহের আল্টিমেটাম দেয়। এরপর থেকে তারা অব্যাহত হুমকি ও প্রাননাশের ভয়ভীতিতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। তাদের দখলিয় খাস ভূমি লিজ দিতে সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং প্রশাসনিক সহায়তার জন্যে সিলেট ডিআইজি ও সুনামগঞ্জ পুলিশ সূপার বরাবরে লিখিত আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ‘সহায়ক সরকারে’র প্রস্তাব আমলে নেবে না সরকার : কাদের
পরবর্তী নিবন্ধছাতকে সন্ত্রাসী হামলায় জড়িত পলাতক আসামি হামিদকে জেল হাজতে প্রেরণ