ছাতকে সন্ত্রাসী হামলায় জড়িত পলাতক আসামি হামিদকে জেল হাজতে প্রেরণ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে আবদুল হামিদ (২৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দোলারবাজার ইউপির পালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ খুরমা ইউপির মর্যাদ গ্রামের কাদির মিয়ার পুত্র।
জানা যায়, ২০১৫সালের ১৪জুলাই একটি সরকারি সড়কের ব্যাপক ক্ষতি সাধনে উপজেলা এলজিইডি কর্তৃক ছাতক থানায় দায়েরি একটি মামলার তদন্তকালে সত্য ঘটনা খুলে বলে সেবুল মিয়া। পরে সাবেক মেম্বার জুনাব আলীর উপর সুনামগঞ্জ আদালতে সরকারিভাবে একটি মামলা (নং জিআর- ১০০/২০১৬ইং) রুজু করা হয়। এতে ক্ষেপে গিয়ে ইউনুছ আলীর পুত্র আশ্রব আলী, সৈয়দ আলী, জুনাব আলী ও ছুরাব আলীর নেতৃত্বে একটি সশস্ত্র সন্ত্রাসীচক্র সেবুল মিয়াসহ তার লোকজনকে ব্যাপক মারধোর করে গুরুতর আহত করে। এ ঘটনায় সেবুল মিয়া ২৯জনের নামোল্লেখ করে থানায় মামলা (নং ১৩, তাং ২০.০৪.২০১৭ইং) দায়ের করলে আবদুল হামিদসহ অন্যান্যরা গা-ঢাকা দেয়। অবশেষে থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে হতদরিদ্র ১৩পরিবারকে বাড়ি ছাড়াব আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধবলুন তো কে আসল মেসি?