ছাতকে প্রকল্প অফিস ঘেরাও সমঝোতার আশ্বাসে সন্ধ্যায় প্রত্যাহার

নুর উদ্দিন ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে বিভিন্ন ইউনিয়নের গৃহীত প্রকল্প বাতিল করার প্রতিবাদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন ৫ইউপি চেয়ারম্যান। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যালয়টি তারা ঘেরাও করে রাখেন। বিকেলে স্থানীয় সাংবাদিকদের ডেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যানরা তাদের অভিযোগের কথা তুলে ধরে সন্ধ্যায় উপজেলা পরিষদ ত্যাগ করেন তারা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মুঠোফোনে যোগাযোগ করে এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৫ চেয়ারম্যানের একান্ত বৈঠকের আশ্বাস দেয়া হলে তারা ঘেরাও কর্মসূচী ও পরবর্তিতে সাংবাদিক সম্মেলন প্রত্যাহার করা হয়। রোববার দুপুর থেকে উপজেলার গুরুত্বপূর্ন দপ্তরগুলো ছিল কর্মকর্তা শুন্য। অনেক দপ্তরই ছিল তালাবদ্ধ। ঘেরাওকারী চেয়ারম্যানদের অভিযোগ, স্থানীয় সরকারের তৃণমুল পর্যায়ের উন্নয়নের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। কাবিখা, কাবিটা, কর্মসৃজনসহ সরকারের যাবতীয় উন্নয়ন প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। যা স্থানীয় সরকারের সকল ম্যানুয়েলে উলে¬খ করা হয়েছে। কর্মসৃজন প্রকল্পের প্রথম ধাপে উপজেলার সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, নোয়ারাই, কালারুকা ও ছাতক সদর ইউনিয়নের প্রকল্প বরাদ্ধ নিয়ে টালবাহানা করা হয়েছে। পরে সৃষ্ট জটিলতা নিরসনে প্রকল্প অফিস ন্যায্য পাওনা থেকে শতকরা ৫০ভাগ কেটে নিয়ে ২য় ধাপে বরাদ্ধের চেয়ে বেশী দেয়ার শর্তে বিষয়টি মিমাংসা কর্।ে ২য় ধাপেও সমন্বয় সভায় গৃহীত প্রকল্প বাতিল করে অনির্বাচিতদের নামে প্রকল্প দেয়া হয়েছে। যেখানে দূর্নীতির মাধ্যমে সরকারী টাকা আত্মসাতের পরিকল্পিত ছক বলে চেয়ারম্যানরা মন্তব্য করেন। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, আখলাকুর রহমান, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, অদুদ আলম ও সাইফুল ইসলাম তাদের স্ব-স্ব ইউনিয়নের এসব প্রকল্পের দুর্নীতির চিত্র তুলে ধরে জানান, স্থানীয় সরকার ম্যানুয়েলে এমপি প্রকল্প কমিটির উপদেষ্টা। এসব প্রকল্পে এমপির কোন হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। কিন্তু শুধু দূর্নীতি ও সরকারী টাকা আত্মসাতের জন্য এমপি তার নিজস্ব প্যাডে চেয়ারম্যানদের প্রকল্প কেটে নিজের মতো করে প্রকল্প সৃজন করেন। যা কাগজে-কলমে থাকলেও বাস্তবে এসব প্রকল্প অদৃশ্য ও অলিক। ফলে ভবিষ্যতে এসব অদৃশ্য প্রকল্পের দায়ভার সরাসরি ইউপি চেয়ারম্যানদের উপর বর্তাবে বলে তারা মনে করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজেসে স্থানীয় এমপি দূর্নীতির মাধ্যমে সরকারের টাকা আত্মসাত করে যাচ্ছেন বলেও তাদের অভিযোগ। তারা আরো অভিযোগ করে বলেন, চেয়ারম্যানদের অজ্ঞাত রেখে এর আগেও সরকারের দেয়া ৪৫ লক্ষ টাকা তামাদি করা হয়েছে। সম্প্রতি প্রধান মন্ত্রীর দেয়া বরাদ্ধের ৪কোটি ২০ লাখ টাকা আত্মসাতসহ ক্ষতিগ্রস্থদের সাড়ে ৪শ’ বান্ডিল ঢেউটিন বিক্রি করেছে এমপির লোকজন। প্রত্যক প্রকল্পের বরাদ্ধের টাকার শতকরা ২০ভাগ অফিস কর্তৃপক্ষ ঘুষ হিসেবে কেটে নেয়ার বিষয়টিও তারা সাংবাদিকদেও সামনে তুলে ধরেন। এ ব্যাপারে তাদের কাছে যে তথ্য প্রমান রয়েছে তা সময় হলেই জনসম্মুখে তুলে ধরবেন বলে জানান তারা। এদিকে ২৯ জানুয়ারী যোগদানের পর থেকেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ড হলুদ খামে আটকে আছে। মাঝে মধ্যে তার বাসভবন ও দোয়ারাবাজার থেকে হলুদ খাম বিনিময় করে প্রকল্পের ফাইলে স্বাক্ষর নিয়ে আসেন এ কর্মকর্তার অধিনস্থরা। চেয়ারম্যানদের মন্তব্য, উন্নয়নের নামে উপজেলা জুড়ে চলছে সরকারী টাকার হরিলুট কারবার। তারা এসব দূর্নীতির বিরুদ্ধে এবং অধিকার আদায়ে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রকল্প অফিসের উপ-সহকারী প্রকৌশলী গোলাম আম্বিয়া অফিস পেড়াওয়ের কথা স্বীকার করলেও অন্য কোন বিষয়ে মুখ খুতে অপারকতা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসুশান্তর সঙ্গে ডিনারে সাইফের মেয়ে সারা
পরবর্তী নিবন্ধছাতক পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা