ছাতকে উপজেলা চেয়ারম্যানের ধুমপান বিরোধী কর্মসূচী

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে পবিত্র রমজান উপলক্ষে ‘আমরা ধুমপান নিবারন করি’ আধুনিক’ এরপক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ধুমপান বিরোধী ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। ধুমপায়ীদের ধুমপানে নিরোৎসাহিত করা, সিগারেট ব্যবসা হ্রাসকরন এবং ধুমপানমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এ মহৎ উদ্যোগ গ্রহন করা হয়। এক বিবৃতিতে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, প্রথম রমজান হতে পান-সুপারী ও সিগারেট ত্যাগ করার শর্তে যারা যুক্তিবদ্ধ হবে তাদের বিনামুল্যে দাঁত পরিস্কার ও স্কেলিং করার সুযোগ পাবে। এ কার্যক্রম ১০ রমজান পর্যন্ত নিয়মিত চলবে বলে জানানো হয়। আর্থিক অস্বচ্ছল ব্যক্তিদের সহায়তা প্রদানেরও বিষয়টি বিবৃতিতে উলে¬খ করা হয়েছে। উপজেলা সকল শিক্ষার্থী এ ক্যাম্পেইনের আওতাভুক্ত থাকবে। ‘আমরা ধুমপান নিবারন করি’ আধুনিক’ সংগঠনের মাধ্যমে এ মহৎ কাজটি পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, রমজানে ধুমপান মুক্ত রাখার জন্য ইতিমধ্যেই এসব তথ্য সংক্রান্ত ৪৯হাজার প্রচারপত্র বিলি-বিতরণ কাজ চলছে, পাশাপাশি পত্র-পত্রিকায় ও অনলাইনে বিজ্ঞাপন আকারে প্রচার কাজ চলছে। তার মতে, সুস্থ্য জীবনের প্রয়োজনে ধুমপান কখনো সহায়ক নয়-বরং মারাত্মক ক্ষতির কারন। একটি সিগারেটের মুল্য দিয়ে একটি গাছ রোপন করে ভবিষ্যৎ প্রজম্মের জন্য একটি আবাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার পরামর্শ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধছাতকসহ সিলেট বিভাগে ১৭শ দুঃস্থ পরিবারকে ক্যাপ’র খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদু’দিনের সফরে সোমবার অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী