ছাতকে আদিবাসী পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের

নুর উদ্দিন (ছাতক প্রতিনিধি),পপুলার২৪নিউজ:

ছাতকে আদিবাসী পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাসনগর (মনিপুরী বস্তি) গ্রামের মৃত দেবেন্দ্র সিংহ’র পুত্র ও বাংলাদেশ মনিপুরী সমাজকল্যাণ সমিতির ছাতক শাখার সভাপতি ব্রজেন্দ্র সিংহ বাদী হয়ে এ মামলা(নং-০৮) দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে সাবেক মেম্বার নুরুল হক ব্রজেন্দ্র সিংহ’র বাড়িতে এসে তার স্ত্রী দিপালী সিনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। এ ঘটনার প্রায় দু’ ঘন্টার পর তার গোয়াল ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মহুর্তের ঘর ও মালামাল ভস্মিভুত হয়ে পৌনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়। অগ্নি কান্ডের সময় ঘরের পাশ দিয়ে অজ্ঞাতনামা দু’জন ব্যক্তিকে দ্রুত চলে যেতে দেখেছেন দিপালী সিনহা। মামলায় সরাসরি কাউকে আসামী না করা হলেও বনগাঁও গ্রামের সিফত উল¬ার পুত্র ইন্তাজ আলী, হাজী আব্দুল বারীর পুত্র নুরুল হক ও পুরান নোয়াকুট গ্রামের মৃত আকবর আলীর পুত্র আঞ্জব আলীকে সন্দেহভাজন হিসেবে তাদের নাম উলে¬খ করা হয়েছে। এদিকে মামলার বাদী ব্রজেন্দ্র সিংহ অভিযোগ কওে জানান, প্রতিপক্ষরা বিভিন্নভাবে ও প্রকাশ্যে তাকে হত্যার হুমকী দিয়ে যাচ্ছে। প্রানের ভয়ে তিনি এখন ছাতক শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। প্রতিপক্ষরা যে কোন সময় তার এবং তার পরিবারের ক্ষতি সাধন করতে পারে বলে তিনি শংকায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত
পরবর্তী নিবন্ধছাতকের এসপিপিএম মাদ্রাসার ১১ শিক্ষার্থী ইবতেদায়ী বৃত্তি লাভ