ছাতকের এসপিপিএম মাদ্রাসার ১১ শিক্ষার্থী ইবতেদায়ী বৃত্তি লাভ

 

নুর উদ্দিন (ছাতক প্রতিনিধি),পপুলার২৪নিউজ:

ছাতকের এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার ১১জন শিক্ষার্থী ইবতেদায়ী পরীক্ষায় বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সাইফুর রহমান, ইমা, সালমান আহমদ টেলেন্টপুলে, নাছিমা বেগম, আয়শা বেগম, আব্দুল¬াহ আল পাবেল, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, আব্দুল¬াহ আল মামুন, জান্নাতুল ফেরদৌস, তামান্না বেগম সাধারন বৃত্তি লাভ করেছে। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৭জন শিক্ষার্থী। মাদ্রাসা সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৩ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। শতভাগ ফলাফলসহ উপজেলা মধ্যে ৩য় স্থান লাভ করেছে এ বিদ্যাপীঠ।

পূর্ববর্তী নিবন্ধছাতকে আদিবাসী পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের
পরবর্তী নিবন্ধছাতকের জাউয়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ