চালের দাম কিছুটা বেড়েছে: কৃষিমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চালের দাম সম্প্রতি কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শুক্রবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

চালের দাম বাড়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন,অন্যান্য বছর ধান চাষের সময় প্রাকৃতিক দূযোর্গ হয় না। এবার প্রাকৃতিক দূর্যোগ হয়েছে। ধান গাছে কেবল ফল আসছে এমন সময় ৭টি জেলায় বন্যা হয়।

একই সঙ্গে অতি তাপমাত্রার কারণে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। ফলে ধানের ফলন আশানুরুপ হয়নি। তবে আমাদের পর্যাপ্ত স্টক আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে মন্তব্য করেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী প্রশ্নকারীর প্রতি ইঙ্গিত করে বলেন, দাম যা বেড়েছে তার চেয়ে বেশি বাড়িয়ে বলার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে।
৩০ কেজি করে চাল ১০ টাকা দরে বণ্টন করা হচ্ছে। সামনে ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসেও হতদরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করা হবে জানান কৃষিমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শীর্ষক ২০১৭-২০১৮ অর্থবছরের বাজের উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শুক্রবার প্রস্তাবিত বাজেরে উপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের দাম আমি বাড়াইনি: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাকৃবিতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ