চালুর ৯ ঘণ্টা পর ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানা

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
দুই মাস বন্ধ থাকার পর চালু হওয়ার ৯ ঘণ্টার মধ্যে ফের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার বিকাল ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। নানা যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন পর কারখানাটি চালু হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল বাকি জানান, সকালে কারখানাটি প্রায় দুই মাস বন্ধ থাকার পর চালু হয়। বিকালে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি জানান, কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু আছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই ইউরিয়া উৎপাদন চালু হবে।

তবে কি কারণে গ্যাসের চাপ কমে গেছে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের এক হাজার দুইশ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ল সোনার দাম
পরবর্তী নিবন্ধ২০৩০ সালে ২৮তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ