চাঁদপুরে সিরাজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁদপুরে সিরাজুল ইসলাম হত্যা মামলায় আবদুছ সাত্তার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

এ সময় আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. আবদুছ সাত্তার জেলার ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকার আরশাদ আলী মৈশালের ছেলে।

চাঁদপুর আদালতের অতিরিক্ত পিপি মো. সায়েদুর ইসলাম বাবু জানান, ২০০০ সালের ৭ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর গ্রামে সিরাজুল ও আবদুছ সাত্তারের পরিবারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে পরদিন ৮ ডিসেম্বর সকালে সাত্তারের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিরাজুল ইসলামের ভাই মিজানুর রহমান ওইদিনই ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৬ বছর পর সোমবার আদালত আবদুছ সাত্তারকে মৃত্যুদণ্ড দিলেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীনগর বিমানবন্দরে দুই গ্রেনেডসহ জোয়ান আটক
পরবর্তী নিবন্ধচাঁদপুরে ফ্রি ও ৫০% ছাড়ে ‘স্মার্ট ফিউচার’ মাল্টিমিডিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন