ঘুষ গ্রহণের অভিযোগে নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঘুষের ৫ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রাথমিকভাবে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের এ আদেশ ১৮ জুলাই ২০১৭ থেকে কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় এ কে এম ফখরুল ইসলামকে আটক করে দুদক। পরে এ ঘটনায় ফখরুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। এরপর দুদকের করা মামলায় তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক স্থীতিশীলতায় সিএসআরের বিকল্প নেই: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধশরীয়তপুরে প্রেমিক বিয়ে না করায় অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর আত্মহত্যা