গোপালগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। জেলা পর্যায়ে ‘৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” উদযাপন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও জেলা প্রশাসন, গোপালগঞ্জের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার স্থানীয় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিক্ষা কর্মকর্তা কল্যাণব্রত ঘোষ, স্বণকলি স্কুলের প্রধান শিক্ষকমো: মাহে আলম বক্তব্য রাখেন। এ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানা প্রকল্প উপাস্থাপনা করেন। পরে অতিথিবৃন্দ ষ্টল ঘুরে দেখেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের সকল প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে কর্মবিরত পালন করেছেন চিকৎসকেরা
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সসিআরআইপি প্রকল্পের সদস্যদের মধ্যে লভ্যাংশের অর্থ বিতরণ