গোপালগঞ্জের সকল প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে কর্মবিরত পালন করেছেন চিকৎসকেরা

 

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ঢাবির শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে গোপালগঞ্জের সকল প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে কর্মবিরত পালন করেছেন চিকৎসকেরা। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর উদ্দোগে এ কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই প্রাইভেট চেম্বার ও ক্লিনিকগুলোতে কোন চিকিৎসক বসেননি। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান। ফলে জেলার স্বাস্থ্য সেবা এক প্রকার ভেঙ্গে পড়ে। এদিকে এ ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ ধারন করেন চিকিৎসকেরা। তবে জেলার সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিন তারা। প্রসঙ্গত, গত ১৭ মে (বুধবার) জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে (বৃহস্পতিবার) দুপুরে মারা যান চৈতি। এ ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলা চালায় দুস্কৃতিকারীরা।

পূর্ববর্তী নিবন্ধম্যানচেস্টার হামলার দায় স্বীকার করলো আইএস
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু