গাজায় ফের ইসরাইলি বিমান হামলা,নিহত ২

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে ইহুদিবাদী ইসরাইল। সোমবার একদিনেই দুই দফা হামলা চালায় ইসরাইল। এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইল স্বীকার করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। বরাবরের মতোই এবার ইসরাইল দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়। খবর আলজাজিরা।

এর আগে গত শনিবার গাজা থেকে ইসরাইলে প্রবেশের একটি টানেল ধ্বংস করে আইডিএফ। ইসরাইলে হামলার জন্য হামাস টানেলটি ব্যবহার করে বলে গেছে। শনিবারেই গাজায় বিমান হামলা চালানো হয়। ইসরাইলের ওই হামলায় হামাসের অন্তত দুই সদস্য নিহত হন।

এদিকে ইহুদিবাদী সেনাদের এসব হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে হামাস। গত বুধবার জেরুজালেম নিয়ে মার্কিন ঘোষণার পর তৃতীয় ইন্তিফাদার ডাক দিয়েছে সংগঠনটি।

 

 

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটের সাবেক এমপি জয়নুল আবেদীন আর নেই
পরবর্তী নিবন্ধকালিয়াকৈরে আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু