খেলায় দুই পক্ষের মারামারি, গ্যালারিতে টিম ম্যানেজারের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক :

টিম ম্যানেজার সেলিম মালিক। ফাইল ছবি

সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় টিম ম্যানেজার সেলিম মালিকের (৩৭) মৃত্যু হয়েছে।

রোববার এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা পারভীন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

নিহত সেলিম ব্রী-কালিয়াকৈর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র, তিনি এক সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রী-কালিয়াকৈর গ্রামের ছাত্র ও যুব কল্যাণ উন্নয়ন সংঘ নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

শনিবার বিকাল ৫টায় কবি কাজী নজরুল স্মৃতি সংঘ বনাম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ক্লাব খেলায় অংশ নেন। খেলার প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করেন। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ফাউলকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে কবি নজরুল স্মৃতি সংঘের টিম ম্যানেজার সেলিম মালিক প্রতিপক্ষের মারধরের শিকার হন। পরিস্থিত নিয়ন্ত্রণে আসার পর পুনরায় খেলা শুরু হয়। এ সময় খেলা দেখার এক পর্যায়ে সেলিম মালিক অজ্ঞান হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন।

এদিকে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক ব্রী-কালিয়াকৈর ছাত্র ও যুব কল্যাণ উন্নয়ন সংঘের সভাপতি মো. শামীম আহম্মেদ বলেন, মাঠের ঝগড়া-বিবাদের পর পরিবেশ শান্ত হলে খেলা পুনরায় শুরু হয়। সেলিম মালিক গ্যালারিতে বসে খেলাও দেখেন। হঠাৎ গ্যালারিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠালে তার মৃতের খবর আসে।

প্রকৃতপক্ষে মারধরে নয়, অন্যকোনো রোগে তার মৃত্যু হয়েছে বলে শামীম আহম্মেদ দাবি করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে গ্রেফতারের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস ঢাবি ভিসির
পরবর্তী নিবন্ধদোহারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন