খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভ্রাতৃত্ববোধ: বকুল

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪সিউজ:

ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত মধ্যমবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে রাধানগর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এদেশের গ্রামঞ্চলে আবাল-বৃদ্ধ সকলেই ফুটবল খেলা পছন্দ করে। দেড় ঘন্টার এ ফুটবল খেলায় কিছু সময়ের জন্য দর্শকদের নিয়ে যায় অন্য জগতে। তিনি বলেন খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হয় এক অনন্য ভ্রাতৃত্ববোধ। মাষ্টার আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী হাজী আহমদ আলী, হাজী মখলিছুর রহমান ইস্কার, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী, আফরোজ বখত খোকন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব নুরুল আমীন সুজন, মাষ্টার পংকজ দত্ত, সায়েদ মিয়া, আব্দুল হান্নান আঙ্গুর, মঞ্জুর আলম, আহবাব আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী সভায় আগামী আসরে ১ম পুরস্কার ১টি মোটর সাইকেল প্রদানের ঘোষনা দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

পূর্ববর্তী নিবন্ধলিভারকে সুস্থ রাখবে ৩ খাবার
পরবর্তী নিবন্ধছাতকে গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ