ক্লিনিকে স্ত্রীর পাশে মাশরাফি

পপুলা২৪নিউজ প্রতিবেদক :
শনিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন মাশরাফির স্ত্রী সুমনা। দ্রুত তাকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটা ক্লিনিকে। খবর শুনেই সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের ছুটি নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন মাশরাফি। রোববার বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক। পরে জানা যায় মাশরাফির স্ত্রী সুমনা হক শুধু একা নন, তার ছেলে সাহিল মর্তুজাও অসুস্থ ।
আগেই জানা গিয়েছিল অসুস্থ স্ত্রীকে দেখতে কন্ডিশনিং ক্যাম্প থেকে বিশেষ ছুটিতে দেশে ফিরছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।

জানা গেছে মাশরাফির স্ত্রী সুমনা হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে ৪ মে আবারও লন্ডনের বিমান ধরবেন মাশরাফি। ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি ক্রিকেট সিরিজ। এরপর ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

পূর্ববর্তী নিবন্ধ‘পাশবিক নির্যাতনের কারণে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই’
পরবর্তী নিবন্ধশ্রমিকের মজুরি ন্যূনতম ১৮ হাজার টাকা করার দাবি