কোটালীপাড়ায় হেমায়েত উদ্দিন বীর বিক্রমের মৃত্যুবার্ষিকী পালিত

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:

মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হেমায়েত উদ্দিন বীর বিক্রমের প্রথম মৃত্যুবার্ষিকী তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে।

রবিবার বিকালে কোটালীপাড়া উপজেলার টুপরিয়া গ্রামে তাঁর নামে নির্মিত হেমায়েত উদ্দিন যাদুঘর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা শেখ লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, শেখ কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মুন্নু, মুক্তিযোদ্ধা সামচুল হক, মুজিবুল হক, আবুল কালাম দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কট নিরসনে আনান কমিশনের বাস্তবায়ন চায় ভারত
পরবর্তী নিবন্ধকাভানির পর কোচের সঙ্গে ঝামেলায় জড়ালেন নেইমার