কেন্দ্রীয় ব্যাংকে অগ্নিকাণ্ডের সঙ্গে সরকার জড়িত: রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদন :
বাংলাদেশ ব্যাংকের অগ্নিকাণ্ডের পিছনে ক্ষমতাসীনরা জড়িত বলে জানিয়েছেন বলে করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘২৪ মার্চ সংবিধান লংঘন করে অবৈধ ক্ষমতা দখলের কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকার একের পর এক নাটক সাজাচ্ছে। একারণে তারা বলছে, জনগণের দৃষ্টি জঙ্গিবাদের দিকে দাও ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির দিকে নয়। কারণ ভারতকে খুশি রাখতে পারলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে।

তিনি বলেন, বর্তমান সরকার জালিয়াতির সরকার। দেশের জনগণের সাথে জালিয়াতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রেখে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে।

বিএনপির মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে তালাক দিয়েছে। তাই জনগণের ভাবনা তিনি ভাবেন না। তিনি ভারতকে তালাক দিতে পারবে না। তাই ভারতের কথায় এখন আওয়ামী লীগ নাচছেন। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি ভারতের সাথে করা হলে দেশের জনগণ তা মানবে না- বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

পূর্ববর্তী নিবন্ধ‘শরীর নিয়ে রাধিকা আপ্তের কথা’
পরবর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত