কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৯২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়।

আব্দুর রহিম নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর গ্রামের মৃত করিম নেওয়াজের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ভোররাতে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

অবস্থার অবনতি হলে সকাল সোয়া ৭টার দিকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলের আদালত কর্তৃক ফাঁসির দণ্ড হয়।

২০১৫ সালের ১৭ মে তাদের এ কারাগারে পাঠানো হয়। তারা কারাগারের একই সেলে থাকতেন। আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রদূত নিখোঁজের ঘটনা তদন্তে কাউন্টার টেরোরিজম
পরবর্তী নিবন্ধহারিয়ানায় স্ত্রী-শ্যালিকাকে গুলি করে বিএসএফ কর্মকর্তার আত্মহত্যা