কমলো স্বর্ণের দাম

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কয়েক দফা বাড়ার তিন মাস পর দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমেছে। নতুন মূল্য আগামীকাল থেকে কার্যকর হবে বলে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৯৯২ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।
বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা।
ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮১৭ টাকা কমেছে।
সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৮১৭ টাকা।
সোনার সঙ্গে কমেছে রূপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে এক হাজার ৫০ টাকা।
প্রচলিত মানদ- অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

পূর্ববর্তী নিবন্ধআমিন হুদা হাসপাতাল থেকে কারাগারে, যাচ্ছেন জোসেফও
পরবর্তী নিবন্ধচলতি বছর ৬ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে : শিক্ষামন্ত্রী