এ মাসেই জাতীয় পার্টির নেতৃত্বে ২৫ দলীয় জোট: এরশাদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠন করবেন বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

শুক্রবার দুপুরে রংপুর শহরের দর্শনা মোড়ের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।’

এসময় হাইকোর্টের সামনে স্থাপিত মূর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের মূর্তি অপসারণের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটি গ্রিক দেবীর মূর্তি নয়।’

তত্ত্বাবধায়ক সরকারের সময় নেয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আকতার (অব.), রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক হুসেইন মকবুল শাহরিয়ার, মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনের সফরে রংপুরে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তার যোগ দেয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি
পরবর্তী নিবন্ধদুর্দান্ত ব্যাটিং, এবার বোলারদের পালা