এ বছর হলিউডে যে ২২টি সিনেমার সিক্যুয়েল নির্মিত হবে

পপুলার২৪নিউজ ডেস্ক:
এ বছর হলিউডে যে ২২টি সিনেমার সিক্যুয়েল নির্মিত হবে

২০১৭ সালটি সিনেমার জন্য একটি মহা বছর হতে যাচ্ছে। এবার অন্তত ডজনখানেক ব্লকবাস্টার সিনেমার প্রত্যাশা করা হচ্ছে।
আর এর পেছনে সবচেয়ে বড় ভুমিকা রাখবে এই বিষয়টি যে, এবার প্রচুর সংখ্যক সিনেমার সিকুয়্যেল নির্মিত হবে।
আসুন জেনে নেওয়া যাক এ বছর কোন সিনেমাগুলোর সিক্যুয়েল নির্মিত হবে।
জানুয়ারি ৬: “আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ার্স”
কেট ব্যাকিনসেল তার ভ্যাম্পায়ার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে ফিরে আসছেন। এই সিরিজের আগের সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে। যেটি এই সিরিজের সবচেয়ে বেশি আয়াকারী সিনেমা।

জানুয়ারি ২০: “এক্সএক্সএক্স: রিটার্ন অফ জান্ডার কেইগ”
ভিন ডিজেল ১২ বছর পর ক্রীড়াবিদ থেকে গোয়েন্দা চরিত্রটি নিয়ে ফিরে আসছেন। সাথে দিপীকা পাড়ুকোন।

জানুয়ারি ২৭: “রেসিডেন্ট এভিল: দ্য ফাইনাল চাপ্টার”
এটা কি সত্যিই ফাইনাল চ্যাপ্টার? ভিডিও গেম থেকে নির্মিত সবচেয়ে লাভজনক সিনেমা প্রকল্পের আরেকটি সিনেমা নিয়ে আসছেন জোভোভিচ।
ফেব্রুয়ারি ১০: “জন উইক ২”
কিয়ানু রিভস অভিনীত এর প্রথম সিনেমাটি ছিল ২০১৪ সালের অপ্রত্যাশিত হিট সিনেমা।

ফেব্রুয়ারি ১০: “ফিফটি শেডস ডার্কার”
ফিফটি শেডস অফ গ্রের সাফল্যের কথা সবারই জানা। এর সাফল্যও প্রত্যাশিত।

ফেব্রুয়ারি ১৪: “দ্য ফেট অফ দ্য ফিউরিয়াস”
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ট্রেনটি যেন থামতেই চাইছে না। এটি এই সিরিজের ৮ম সিনেমা।
মে ৫: “গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২”
২০১৪ সালে প্রথম সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই এর সিক্যুয়ালের জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা।
মে ১৯: “এলিয়েন: কভনেন্ট”
৬ষ্ঠ সিনেমা? “প্রমিথিউস” এর সিক্যুয়েল এবং “এলিয়েনস” এর প্রিক্যুয়েল।
মে ২৬: “পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস”
পঞ্চমবারের মতো ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রটি নিয়ে ফিরে আসছেন জনি ডেপ। অরল্যান্ডো ব্লুমও থাকবেন। নতুন মুখ হ্যাভিয়ের বার্দেম, স্প্যারোর পুরোনো শত্রু ক্যাপ্টেন সালাজারের চরিত্রের অভিনয় করবেন।
জুন ১৬: “কারস ৩”
“কারস ২” ব্যর্থ হওয়ার পরও এর নির্মাতা দমে যাননি।
জুন ২৩: “ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট”
আন্তর্জাতিক বাজারে ভালো চাহিদা থাকায় এই সিরিজের আরেকটি সিনেমা নির্মিত হচ্ছে।
জুন ৩০: “ডেসপিকেবল মি ৩”
এই সিরিজের পরবর্তী সিনেমাটিও বিলিয়ন ডলার আয় করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
জুলাই ১৪: “ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস”
আগের সিনেমাটি থেকে ফক্স ৭০০ মিলিয়ন ডলার আয় করেছে। এটিও হিট হবে বলেই ধারণা করা হচ্ছে।
আগস্ট ১১: “আন্নাবেলে ২”
অল্প বাজেটে আরেকটি ব্যবসা সফল সিনেমা হবে এটি।
অক্টোবর ৬: “কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল”
আরেকটি অপ্রত্যাশিত হিট হবে এটি।
অক্টোবর ৬: “ব্লেড রানার: ২০৪৯”
৩৪ বছর পরে কি কোনো সিক্যুয়েল কাজ করবে। হয়তো- জুরাসিক ওয়ার্ল্ড ২০ বছর পরেও সফল হয়েছিল।

অক্টোবর ২০: “ইনসিডিয়াস: চ্যাপ্টার ৪”
জ্যাসন ব্লাম এর মতো এত অল্প বাজেটে হরর সিনেমা আর কেউই বানাতে পারে না।
অক্টোবর ২৭: “স: লিগ্যাসি”
স সিরিজের অষ্টম সিনেমা!
নভেম্বর ৩: “থর: র‌্যাগনারক”
তিন বছর পর আরেকটি যথাযথ থর সিনেমা আসছে।

নভেম্বর ১৭: “জাস্টিস লিগ”
একে ব্যাটসম্যান ভার্সেস সুপারম্যান এর সিক্যুয়েল হিসেবেই ভাবা ভালো।

ডিসেম্বর ১৫: “স্টার ওয়ার্স: এপিসোড আট”
এ বছরের চুড়ান্ত ইভেন্ট সিনেমা।

ডিসেম্বর ২২: “পিচ পারফেক্ট ৩”
সর্বনারী চরিত্রের সিনেমা পুনরায় ফিরে আসছে।
সূত্র: বিজনেস ইনসাইডার

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসে চোখ জাকারবার্গের?
পরবর্তী নিবন্ধপাকিস্তান এয়ারলাইন্সের ক্ষতি মাসে ৫৬০ কোটি