এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শ্রীঘরে যুবক

পপুলার২৪নিউজ ডেস্ক:
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে টাঙ্গাইলের নাগরপুরে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছে সুজন নামে এক যুবক।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানার আদেশ দেন।  রোববার দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নাগরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী উপজেলার দুয়াজানী গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে মো. ফরিদ হোসেনের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে ইউএনও তৌহিদ ইলাহীর হাতে ধরা পড়ে ভুয়া পরীক্ষার্থী সুজন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কান্তি চক্রবর্তী এ দণ্ডাদেশ প্রদান করেন।

ইউএনও তৌহিদ ইলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পরীক্ষার হল থেকে ফরিদ হোসেন ওরফে সুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিভাবকদের কারণে ছেলে-মেয়েরা বিপথে যায় : হাইকোর্ট
পরবর্তী নিবন্ধমঙ্গল শোভাযাত্রায় মুখোশ নয় : ডিএমপি কমিশনার