উত্তর ভারত দখলের পরিকল্পনা কষেছিল চীন

পপুলার২৪নিউজ ডেস্ক: আকাশ পথেই গোটা উত্তর ভারত দখলের পরিকল্পনা কষেছিল চীন। ১৯৬২ সালে ভারতে বড়সড় এই হামলার ছক কষে তারা।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র রিপোর্টে উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট থেকে জানা যায়, ১৯৬২ সালে চীন-ভারত সীমান্তে যুদ্ধের পর ফের ভারতে হামলার ছক কষেছিল বেইজিং। একেবারে গোপনে নেপাল, ভূটান এবং মায়ানমার হয়ে অতর্কিতে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল চিন।মূলত তিব্বত নিয়ে সমস্যা এবং সীমান্তে ভারতের সঙ্গে সমস্যার জেরে ১৯৬২ সালে প্রায় এক মাস ধরে যুদ্ধ করে চীন। এক মাস ধরে চলা যুদ্ধ শেষে ভারতীয় ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয় চীন। এবং যুদ্ধ বিরতি ঘোষণা করে বেইজিং। একতরফাভাবে ওই সময় যুদ্ধ বিরতি ঘোষণা করার পর ফের ভারতে হামলা চালানোর পরিকল্পনা করে চীন। শুধু তাই নয়, উত্তরাখন্ড, গুয়াহাটিসহ গোটা উত্তর-পূর্ব ভারত যাতে দখল করা যায়, সে বিষয়েই পরিকল্পনা করেছিল চীন।

পূর্ববর্তী নিবন্ধসন্তান ধারণের সম্ভাবনা বাড়িয়ে নিন ৯ উপায়ে
পরবর্তী নিবন্ধসার্চ কমিটির কাছে নাম দেয়নি ৪টি দল