ইলিশ, পাঞ্জাবি, জামদানিসহ হরেক রকম মিস্টি  নিয়ে গেলেন ভারত সফরে

পপুলার২৪নিউজ, এস কে কাউছার:

দিল্লিতে  আজ শুক্রবার থেকেই ইলিশের গন্ধে ম ম করবে, কেননা নড়াইলের জামাই ভারতের রাষ্ট্রপতি তাঁর প্রিয় ‘প্রণবদার’ জন্য ত্রিশকেজি ইলিশ নিয়ে দিল্লি এসেছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। তথ্যসূত্র: প্রথম আলো

 রাষ্ট্রপতির জন্য তিনি পাঞ্জাবিও এনেছেন। ধুতি ও স্ত্রী শুভ্রা যতদিন ছিলেন, প্রতিবারই তাঁর জন্য জামদানি শাড়ি এনেছেন। তাঁর প্রয়াণের পর শ্রদ্ধা জানাতে হাসিনা দিল্লি এসেছিলেন। এবার মেয়ে শর্মিষ্ঠার জন্য এনেছেন রাজশাহী সিল্কের শাড়ি। জামদানি ছেড়ে রাজশাহী সিল্ক এবারই প্রথম। আর এনেছেন বাংলাদেশের বিখ্যাত হরেক রকম মিস্টি।মন্ত্রী প্রণব মুখার্জির সরকারি বাংলোয় বহুবার এসে থেকেছেন হাসিনা। প্রণব মুখার্জি বিদেশমন্ত্রী ছিলেন যখন, বছর পাঁচেক আগে সেই সময় হাসিনা নিজের হাতে রান্না করে তাঁকে খাইয়েছিলেন। বড় ভাইয়ের মতো যাঁকে দেখেন, তাঁর জন্য তিরিশ কেজি ইলিশ আনাটা এমন কিছু বড় কথা নয়। বড় কথা এটাই , সম্পর্কটা এক আধদিনের জন্য নয়। সম্পর্কটা চিরন্তন।সাত বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই ভারত সফর শুরুই হলো ভারতের সংসদীয় অধিবেশন চলছে। নানা বিষয়ে বিরোধীরা উত্তাল। কিন্তু তাতে কী? বিশ্বস্ত প্রতিবে​শী ও সবার চেয়ে বড় বন্ধু হাসিনাকে স্বাগত জানানোর তাগিদ মোদিকে টেনে আনল বিমান বন্দরে! বিস্মিত দুনিয়া দেখল দক্ষিণ এশিয়ার দুই বন্ধুর হাতে হাত হাস্য মুখের ছবি।
দৃশ্যটা মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিল হাসিনার এই সফরের তাৎ​পর্য।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা গ্রহণযোগ্য হবে না: ফখরুল
পরবর্তী নিবন্ধসাত বছর পর শীর্ষে ব্রাজিল