ইরাকে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত ২৬

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইরাকের তিকরিত শহরের কাছে একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৬জন নিহত হয়েছেন।

বুধবার এ ঘটনা ঘটে বলে চিকিৎসক এবং নিরাপত্তাসূত্রের বরাতে বৃহস্পতিবার জানিয়েছে আল জাজিরা।

তিকরিত শহরের ২০ কিলোমিটার দূরে ‘হাজ্জাজ’ নামক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার জন্য এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

বিস্ফোরণের পরপর এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া আরো হামলার আশংকায় কারফিউ জারি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আরো দুটি ছোড়া হয়েছে।

নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের মধ্যে সংঘর্ষ চলমান ছিল বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সালে উত্থানের পর ইসলামিক স্টেট (আইএস) তিকরিত শহর দখল করে নিয়েছিল। তবে ২০১৫ সালের এপ্রিলে এ শহর পুনর্দখল করে ইরাকি বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধগল টেস্টে বৃষ্টির হানা!
পরবর্তী নিবন্ধদুই পুলিশ সাঁওতালপল্লীতে আগুন দেয় : ডিআইজির প্রতিবেদন