আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

2ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আড়াই ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকার পর চালু হয়েছে।

ফেরি বন্ধ থাকায় শীতের মধ্যে ঘাটে ও মাঝ নদীতে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের ম্যানেজার সালাউদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় ফেরি চালকরা দিক ঠিক করতে না পেরে ৬টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখে। বাকী ফেরিগুলো যাত্রী ও যানবাহন বোঝাই করে উভয় ঘাটে নোঙর করে থাকতে বাধ্য হয়। সকাল সাড়ে ৬টার দিকে ঘণকুয়াশা কেটে গেলে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে উভয় ঘাটে নদী পারা-পারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও পন্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅর্ধেকের বেশি পেনশন বিক্রি করা যাবে না