আসামির ঘরের জিনিসপত্র ক্লাসরুমে, তোপের মুখে কর্তৃপক্ষ

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগরের জুয়েল মৃধা হত্যা মামলার প্রধান পলাতক আসামি হেলাল খানের ঘরের জিনিসপত্র একটি স্কুলের ক্লাসরুমে রাখায় এলাকাবাসীর তোপের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ নিয়ে বুধবার দুপুরে উপজেলায় তোলপাড় শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার জুয়েল মৃধা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি করা হয় হেলাল খানকে। ঘটনার পর থেকে হেলাল খান পলাতক রয়েছেন।

তবে তার ঘরের জিনিসপত্র একই এলাকার ২৮নং ইচাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি কক্ষে গোপনে জমা রাখেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোবাহান খান। এ ঘটনা ফাঁস হলে নিহতের পরিবার ও এলাকাবাসী মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এদিকে এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মাঝে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে এখনও পুলিশ মোতায়ন রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জুয়েল হত্যাকাণ্ডের বিষয় জড়িত রযেছেন ম্যানেজিং কমিটির সভাপতি সোবাহান খান। তা নাহলে তিনি নিজ দায়িত্বে আসামির জিনিসপত্র স্কুল রুমে জমা রেখেছেন কেন?

ওই এলাকার ইউনুস খানসহ বেশ কয়েকজন জানান, হত্যা মামলার আসামির জিনিসপত্র স্কুল রুমে রেখে অন্যায় করেছেন সোবাহান খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস বলেন, আমাকে না জানিয়ে স্কুল কমিটির সভাপতি শ্রেণি কক্ষে ওই জিনিসগুলো রেখেছেন।

অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি সোবাহান খানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্কুলরুমে ওই মালামাল রাখা ঠিক হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১০৫ বছর বয়সেও বয়স্কভাতা পাননি কোমেলা বেগম
পরবর্তী নিবন্ধবাল্যবিয়ে থেকে রেহাই পেল ৪র্থ শ্রেণির ছাত্রী