আমিও সাংবাদিক ছিলাম : প্রধান বিচারপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নবনিযুক্ত দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, তিনিও একসময় সাংবাদিক ছিলেন। সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তার সঙ্গে আইনবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

শুভেচ্ছা বিনিময়ের সময় কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা ভালো দিক।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টে আইনজীবী থাকাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনাকে টাকা ঘষে ক্যাশ লুট, ময়মনসিংহে ইরানি দম্পতি আটক
পরবর্তী নিবন্ধছাতক পেপারমিল মাদ্রাসা ৩৫বছরেও খুঁজে পায়নি আপন ঠিকানা