আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।

বহুল আলোচিত ভারত সফরের তিন দিন আগে বুধবার তিনি তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, দেশ বেচে দেবে…কী চুক্তি করবে…এই চুক্তি হলে মানব… ওই চুক্তি হলে মানব না…কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?

ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে তিনি বলেন, এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে এই চুক্তির কথা একবারের জন্য ভারতের কাছে তুলে ধরেছে কি? সাহসই পায়নি। এরপর জেনারেল এরশাদ ক্ষমতায়, সেও কোনো দিন তোলেনি।

ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই মামলা করে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমরা তো একের পর এক অধিকার আদায় করে নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধদলের সাবেক সদস্যকে হত্যার কথা স্বীকার জেএমবি রাজীবের
পরবর্তী নিবন্ধছাত্রলীগের নামে জঙ্গিবাদে জড়ালে উপযুক্ত শাস্তি : স্বরাষ্ট্রমন্ত্রী