আফগানিস্তানে তালিবান হামলায় ২০ পুলিশ নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক :
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পুলিশ চৌকিতে তালেবানের একাধিক হামলায় ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জনের বেশি পুলিশ কর্মকর্তা। সূত্র: প্রেসটিভি, আল জাজিরা
প্রদেশের রাজ্যপাল বিসমিল্লাহ আফঘানমোল জানান, রোববার সকালে জাবুল প্রদেশের শাহজয় জেলায় এই হামলা চালানো হয়। তালেবানদের সঙ্গে ভারী ও হালকা বিপজ্জনক অস্ত্র ছিল। এই ঘটনায় নারী-রক্ষীসহ ২০ জন পুলিশ মারা যান।
তালেবানদের ওয়েবসাইটে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। সম্প্রতি আফগানিস্তানে বসন্তকালীন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তালেবান। এ ঘোষণার পর যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতা বেড়েছে।
এর আগে শনিবার রাতে কাবুলে সুইডিশ এনজিওর একটি গেস্ট হাউসে হামলা চালিয়ে এক জার্মান নারী এবং এক আফগানরক্ষীকে করে হত্যা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ওই গেস্ট হাউসে ফিনল্যান্ডের এক নারী নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোহাগ গাজীর ঝড়ো ব্যাটে ম্লান শুভ-রনির সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় তল্লাশি