আগামী অর্থ বছরে এডিপি ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক’র সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
পরবর্তী নিবন্ধভেন্যু বদলাতেই পাকিস্তান যুবাদের বিপক্ষে জয়ের দেখা পেলো বাংলাদেশ