অস্ট্রেলিয়ায় দিনে ১০ লাখ পাখি হত্যা করে বিড়াল!

পপুলার২৪নিউজ ডেস্ক :
অস্ট্রেলিয়ায় দিনে ১০ লাখ পাখি হত্যা করে বিড়াল!অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখেরও বেশি পাখি হত্যা করে বন্য ও পোষা বিড়াল। এরফলে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে।

বুধবার প্রকাশিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন বিড়াল প্রতি বছর ৩১ কোটি ৬০ লাখ এবং পোষা বিড়াল বছরে ৬ কোটি ১০ লাখ পাখি মারে।

চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্বে থাকা জন উইনারস্কি বলেন, ‘প্রত্যেকেই জানে যে বিড়াল পাখি হত্যা করে। তবে এ গবেষণায় দেখা গেছে জাতীয় পর্যায়ে পাখি নিধনের এ সংখ্যা ভয়ংকর। ’

তিনি বলেন, এভাবে পাখি নিধন অব্যাহত থাকলে অনেক প্রজাতির পাখি বিলুপ্তি হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধশিবগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
পরবর্তী নিবন্ধসাংবাদিককে মারধর করে বাথরুমে আটকে রাখলেন মেয়র!