অস্কার থেকে বহিষ্কৃত হার্ভি

পপুলার২৪নিউজ ডেস্ক:
গত সপ্তাহ থেকে হলিউডে তোলপাড় তুলেছে চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি। গতকাল রোববারও এক ব্রিটিশ অভিনেত্রী নতুন করে মুখ খুলেছেন। তিনি হার্ভির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এমন অভিযোগের কারণে অবশেষে হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। হার্ভি এখন আর একাডেমির সদস্য নন। তিনি আর অস্কার মনোনয়ন কিংবা বিজয়ী নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন না।

গতকাল একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একাডেমির সদস্যদের মধ্যে হার্ভিকে নিয়ে একটি ভোটের আয়োজন করেছিল। সেখানে প্রশ্ন রাখা হয়েছিল, যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পরও কি হার্ভি একাডেমির সদস্য থাকবেন? একাডেমির দুই-তৃতীয়াংশ সক্রিয় সদস্য হার্ভিকে বহিষ্কারের জন্য ভোট দেন। এরপরই তাঁকে বহিষ্কারের ঘোষণা দেয় একাডেমি।

অস্কার আসরে হার্ভি ওয়াইনস্টিন ছিলেন এক প্রভাবশালী নাম। এ পর্যন্ত তাঁর প্রযোজিত ছবিগুলো পেয়েছে ৩০০ অস্কার মনোনয়ন এবং বিভিন্ন বিভাগে জিতেছে ৮১টি অস্কার। ২০১৫ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, অস্কার জেতার পর কৃতজ্ঞতা প্রকাশের বক্তৃতায় স্টিভেন স্পিলবার্গের পর বিজয়ীরা সবচেয়ে বেশিবার ‘ধন্যবাদ’ দিয়েছেন হার্ভিকে। এমনকি অস্কার বিজয়ীরা জয়ের পর ঈশ্বরকেও এতবার স্মরণ করেননি, যতবার হার্ভিকে স্মরণ করেছেন। কিন্তু সেই হার্ভিরই যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর দৃশ্যপট পাল্টে গেছে। এরই মধ্য এই প্রযোজকের বাফটা সদস্যপদও বাতিল করা হয়েছে। ফরাসি সরকার হার্ভির কাছ থেকে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধআদালতে ফুটপাত দখলদারদের তালিকা দিলেন মেয়র
পরবর্তী নিবন্ধআইটেম-কন্যা হতে চাননা ডেইজি