অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ১৭ শিশুর চোখে ফিরেছে আলো

চট্টগ্রাম প্রতিনিধি : অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পৃথিবীর সৌন্দর্য দেখতে পেল রোহিঙ্গা ও কক্সবাজার এলাকার জন্মান্ধ ১৭ শিশু। গত ৮ মার্চ ও ২২ মার্চ দুই দফা অস্ত্রোপাচারের পর বৃহস্পতিবার (২৪ মার্চ) চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এসব শিশুর চোখের বাঁধন খুলে দেওয়া হয়।

গত ৮ মার্চ ৯ জন এবং ২২ মার্চ আরও ৮ জনের এ অস্ত্রোপচারে যাবতীয় খরচ বহন করে আরবিস এবং কারিগরি সহায়তা দেয় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

অস্ত্রোপাচারের পর অভিভাবকরা জানান, এতদিন সন্তানের চোখ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অরবিসসহ সবার কাছে কৃতজ্ঞ। যারা আমাদের সন্তানের চোখের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছে। এই চিকিৎসার ফলে আমাদের সন্তানের সঠিক ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে।

অরবিস কর্মকর্তারা বলেন, ১৯৮৫ সাল থেকে চক্ষু হাসপাতালর মাধ্যম অরবিস বাংলাদেশ কাজ শুরু করেছে। বিশ্বের ৯২টি দেশে অরবিসের কার্যক্রম বিস্তৃত রয়েছে। প্রতি বছরই আমাদের এ কার্যক্রম চলছে। সবার সহযোগিতা থাকলে আমাদের এ সেবা অব্যহত রাখতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধ‘নিরপেক্ষ’ থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা রুশ রাষ্ট্রদূতের
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু