অধিভূক্ত কলেজ নিয়ে ২০ মার্চ সিদ্ধান্ত : ঢাবি প্রক্টর

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

অধিভূক্ত কলেজের বিষয়ে আগামী ২০ মার্চ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত না করা, অধিভূক্ত কলেজগুলোর সার্টিফিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না থাকাসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা ভিসিকে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করে প্রক্টর ছাত্রদের এ কথা জানান।

এর আগে ভিসি চত্বরে বেলা ১১টায় গার্হস্থ্য অর্থনীতিকলেজ শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি এবং রাস্তা অবরোধের প্রতিবাদে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। এর পর একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ১১ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ইনিষ্টিটিউট করার দাবিতে নিউমার্কেট মোড় অবরোধ করে আন্দোলন করে আসছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধসান্দাকান ফেরালেন সৌম্যকে
পরবর্তী নিবন্ধস্মিথ-ম্যাক্সওয়েলের ব্যাটে কোণঠাসা ভারত