হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম অনিক এবং নাজমুল হোসনে শান্ত । এই দুই বাঁহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের প্রথম শতকের ফলে বড় লিড পেয়েছে বাংলাদেশ।
সাদমান ৭২ এবং নাজমুল হোসনে শান্ত ৪৭ রান নিয়ে লাঞ্চের পর ব্যাট করতে নামেন। এরপর জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন এই দুইজন। কিছুক্ষণের ব্যবধানে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তারা। এক উইকেট হারিয়ে দলীয় রান ২৮৪ পৌঁছালে ইনিংস ঘোষণা করেন মমিনুল।
সাদমান ২২ ও সাইফ ২০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন। ব্যক্তিগত ৪৩ রানে রিচার্ড গারাভার বলে ডিওন মায়ের্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে হাঁটেন সাইফ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে ২৭৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। সাদমান এবং সাইফের ব্যাটে ভর করে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪৫ রান তোলে মমিনুল হকের দল।