স্পোর্টস ডেস্ক:
লম্বা একটা সময় পার করেছেন ইতিহাদ স্টেডিয়ামে। হয়েছেন ক্লাবের কিংবদন্তি। তবে ২০২৫ সালের জুনের পর আর ম্যানসিটিতে থাকতে চাইছেন না বেলজিয়ান প্লে-মেকার কেভিন ডি ব্রুইনা। আর প্রজন্মের অন্যতম সেরা এই তারকার অভাব পূরণে বেশ উঠেপড়েই লেগেছে ম্যানচেস্টার সিটি।
ফুটবল দুনিয়াতে পেট্রোডলারের আগমনের পর রীতিমত চিত্র বদলে গিয়েছে ম্যানচেস্টার সিটির। মধ্যমসারির দল থেকে নিজেদের তারা পরিণত করেছে বিশ্বের সেরা দলে। বড় অঙ্কের দলবদলও তাদের জন্য নিয়মিত। আগামী মৌসুমে জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজের জন্যেও রীতিমত টাকার থলি নিয়েও প্রস্তুত তারা।
কিন্তু ভির্টজের জন্য অপেক্ষায় আছে লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবও। এরমাঝে খবর লিভারপুল ভির্টজকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর সে কারণেই বিকল্পের দিকে ভাবছে ম্যানসিটি। আর সেই তালিকায় সবার ওপরে আছে বার্সেলোনার স্প্যানিশ তারকা দানি ওলমোর নাম।
অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দারুণ ছন্দে আছেন ওলমো। স্পেনের হয়ে গেল বছরেই জিতেছেন ইউরো। হয়েছেন সর্বোচ্চ গোলদাতাও। স্পেনের হয়ে গেল বছর ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। ইউরোতে ৬ ম্যাচে ৩ গোলের সঙ্গে ছিল ২ অ্যাসিস্ট। চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৩৮ ম্যাচ খেলে ১১ গোল আর ৬ অ্যাসিস্ট তার।
গেল সপ্তাহেই রেলেভো, গোল ডটকমসহ একাধিক গণমাধ্যম জানায়, সিটিজেন্সদের কোচ পেপ গার্দিওলা স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডারের খেলায় মুগ্ধ। গোল করা এবং করানো দুই দিকেই দারুণ দক্ষ ওলমো। ইতিহাদে এই ‘ক্লাসিক নাম্বার টেন’কে নিয়ে আসতে আগ্রহী গার্দিওলা। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হচ্ছে না, সেটাও অনেকটাইই নিশ্চিত।
বার্সেলোনার হয়ে নিয়মিত একাদশে সুযোগ না হলেও প্রতিনিয়তই খেলেছেন দানি ওলমো। জার্মান সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক জানান, ওলমোর নিয়মিত শুরুর একাদশে না থাকার বিষয়টিকেই প্রাধান্য দিয়ে এগোতে চাইছে ম্যানচেস্টার সিটি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, দানি ওলমোকে এখনই হাতছাড়া করতে রাজি না বার্সেলোনা। সিটিজেন্সদের জোর প্রচেষ্টাতেও এই দলবদল প্রায় অসম্ভব বলেই মন্তব্য তাদের।
এদিকে ফ্লোরিয়ান ভির্টজকে নিয়েও বড় রকমের খবর জানিয়েছেন ক্রিশ্চিয়ান ফাল্ক। জানান, লিভারপুলের সঙ্গে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের আলাপ অনেকটাই এগিয়ে গিয়েছে। লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস এরইমাঝে ভির্টজকে ঘিরে অলরেডদের পুরো পরিকল্পনা তুলে ধরেছেন ভির্টজের বাবার কাছে। ক্রিশ্চিয়ান ফাল্ক বিশ্বাস করেন, এরপরেই জার্মান তারকাকে পাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছে মার্সিসাইডের দলটি।