ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ম্যাচের চিত্র পাল্টে যায়। কিন্তু বিরাজমান যে পরিস্থিতি, তাতে করে আজ ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের সম্ভাবনাই বেশি। আপাতত সে পথেই হাঁটছে পাকিস্তান।
দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটেই কাংখিত সেই সোনার হরিণের খোঁজে ছুটছে পাকিস্তান। খুব সম্ভবত সেই সোনার হরিণের দেখা পেয়েও যাবে এবার তারা।
উদ্বোধনী জুটিতেই শতরান তুলে ফেলেছেন বাবর এবং রিজওয়ান। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের স্কোর ১৩ ওভার শেষে ১০১। ৫২ রান নিয়ে ব্যাট করছেন বাবর আজম এবং ৪৬ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৫৭ রানের ওপর ভর করে ভারত সংগ্রহ করেছিল ৭ উইকেট হারিয়ে ১৫১ রান।