পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ

স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়েছিল। এখন আপাতত সাময়িক যুদ্ধ বিরতি থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর রয়েছে। এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সরকারের অবস্থান জানিয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তীয় স্টেডিয়াম অ্যাভয়েড করা যায়। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।’

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। সেই ক্রিকেট বোর্ডের মেয়াদ প্রায় শেষের দিকে। বিসিবি গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েও ঢাকার ক্লাবগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই কার্যক্রম স্থগিত করেছে। বিসিবির নির্বাচন ও গঠনতন্ত্র নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া নয়। সহজ প্রক্রিয়া হলে আমরা ৫৩ বছর পর এসে বড় পরিসরে সংষ্কারের কথা বলতাম না। প্রতি বছর বছর করতে পারতাম। আমরা অবশ্যই গঠনতন্ত্র সংস্কারে যাব। আমাদের হাতে সময় আছে কোন প্রক্রিয়া করব এটা নিয়ে বিসিবির সঙ্গে আলাপ করব।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করেছিল। সেই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ঐ কমিটির কাজের অন্যতম পরিধি ছিল গঠনতন্ত্র পর্যালোচনা করে সুপারিশ করা। জেলা-বিভাগীয় পর্যায়ের কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় সেই কমিটি ঐ কাজ সম্পন্ন করতে পারেনি। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সার্চ কমিটি গঠনতন্ত্র নিয়ে অনেকটা কাজ করেছে। সার্চ কমিটি নামের সঙ্গে গঠনতন্ত্রের বিষয়টি যায় না। সামনে আমরা কো-অপ্ট করে সময় বেধে দিয়ে কাজটি শেষ করব।’ কো-অপ্টে সার্চ কমিটির ব্যক্তিবর্গই থাকবেন না নতুন কেউ যুক্ত হবেন এই বিষয়টি অবশ্য ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করেননি।

সার্চ কমিটির প্রস্তাবনার মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ২৮ ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। সার্চ কমিটি বাকি ২৪ ফেডারেশনের অ্যাডহক কমিটি জমা দিয়েছে। সেই কমিটিগুলো এই সপ্তাহেই প্রকাশের কথা জানালেন উপদেষ্টা, ‘আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই সবগুলো কমিটি প্রকাশ করে দিব। যে খেলাগুলো কমিটি প্রকাশ হয়নি সেখানে স্থবিরতা ছিল আশা করি সেই স্থবিরতা কাটবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস স্টেডিয়ামের গেট মানি ও প্রচার স্বত্ব¦। বিসিবিকে এক মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ এই সংক্রান্ত চিঠি দিয়েছিল। বিসিবি এখনো জাতীয় ক্রীড়া পরিষদকে কোনো অর্থ-তো দেয়নি এমনকি চিঠির জবাবও দেয়ার প্রয়োজন মনে করেনি। অথচ বিসিবির সভাপতি ফারুক আহমেদই জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,‘নিয়ম না মানার একটি সংষ্কৃতি ছিল। এই অনভ্যস্ততার জন্য গড়িমসি। আশা করি এটা সামনে থাকবে না। সামনে বিসিবিসহ যে কোনো খেলায় গেটমানি বিষয়ে এনএনসি ন্যায্য অর্থ পাবে।’

জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম প্রায় শেষ। ২২ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে বুঝিয়ে দেয়ার কথা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরছে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা মন্ত্রণালয় থেকে কোনো আয়োজন থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,‘ খেলাটাই তো আয়োজন। ঢাকার যারা দর্শক আছেন তারা অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামের খেলা দেখার সুযোগ পাবেন। এখনই অনেক আগ্রহ প্রকাশ করছে, টিকিট চাইছে। শুধু জাতীয় স্টেডিয়াম নয় সামনে আমরা আশা করছি দেশের আরো ২-৩ টি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারব। এতে প্রান্তিক পর্যায়ের দর্শকরাও ফুটবল দেখার সুযোগ পাবে।’

পূর্ববর্তী নিবন্ধবার্সেলোনার স্প্যানিশ তারকাকে দলে নিতে চায় ম্যানসিটি!
পরবর্তী নিবন্ধআইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার